জাপানি শিক্ষার্থীদের কক্সবাজার সফর

ভিন দেশীয় ভিন্ন ভাষা আর প্রকৃতির সাদা-কালো পরিবেশকে ভেদ করে
হৃদ্যতা বেরিয়ে এলো দু’রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে। একে অপরের ভাষা, ব্যবহার,

শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন দিক ভাগাভাগি করে আনন্দে মেতে উঠলো।
বুধবার দুপুরে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদেরকে হেসে-খেলে আপন করে নেন। জাপানের হিরোশিমা চুজুগামিনে গার্লস হাই স্কুল’র ১৮ শিক্ষার্থীর একটি টিম সোমবার কক্সবাজারে আসেন। বুধবার তারা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গিয়ে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে মত বিনিময় করেন।

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ‘পালস কক্সবাজার’র আমন্ত্রণে জাপানি এই শিশুরা এসেছেন। বুধবার সকালে পালস ডায়ামা ইন্টিগ্রেটেট স্কুলে যান শিক্ষার্থীদের ওই টিম। সেখানে তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। খেলেন। ছবি তুলেন। এরপর তারা পৌঁছান কক্সবাজার পৌরসভার উত্তর ডিগকুলের পালস প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। যেটি চুজুগামিনে স্কুলে শিক্ষার্থীদের টিপিনের অর্থ থেকে জমা করা টাকা দিয়ে পরিচালিত হয়। সেখানে শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম-পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

পালস কক্সবাজারের চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, “গত আট বছর ধরে জাপানি শিশুরা পালস এর আমন্ত্রণে কক্সবাজার আসছেন। তাদের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ভাষাসহ বিভিন্ন বিষয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা যেমন জানতে পারছে। তেমনি জাপানিরাও বাঙালি সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্র থেকে অভিজ্ঞতা সংঞ্চয় করে লাভবান হচ্ছে। তবে সবচেয়ে বেশি উভয় দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক তৈরি হচ্ছে এটি একমাত্র শিক্ষার্থী টিমের সফরের কারণে।”

তিনি এ ধারাবাহিতকা বজায় রাখতে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment