কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে এক যোগে কাজ করার আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে কক্সবাজারবাণীর দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। কেক কেকে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।কক্সবাজারবাণীর প্রধান সম্পাদক আতাহার ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কক্সবাজারবাণী সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তাফা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। আরো বক্তব্য দেন কক্সবাজার হোটেল মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, জিয়া গেস্ট ইন এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক সময়ে দৈনিক কক্সবাজারবাণী অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের কাউকে গ্রেফতার না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Blogger Comment
Facebook Comment