চকরিয়ার খুটাখালীর পূর্বপাড়ার কবির আহামদের স্ত্রী মমতাজ বেগম আঙুর চাষে সাফল্য পেয়েছেন। পরিশ্রম ও সঠিক পরিচর্যার মাধ্যমে এক বছরের মাথায় আঙুরের অসামান্য ফলন এসেছে তার রোপিত গাছে।
এ ব্যাপারে মমতাজ বেগম বলেন, গত বছর এ সময়ে খুটাখালী বাজার থেকে ১৩০ টাকা দিয়ে একটি আঙুরের চারা কিনে এনে বাড়ির ছাদে রক্ষিত টবে লাগানো হয়।

কিছুদিন যেতে না যেতে গাছটি বড় হয়ে এর শাখা-প্রশাখা বৃদ্ধি পেতে থাকে। এ সময় লতাজাতীয় আঙুর গাছের ওপর একটি মাচা তৈরি করে দিই। এভাবে নিয়মিত পরিচর্যার এক পর্যায়ে আঙুর গাছের প্রতিটি শাখায় ফুল দেখা যায়। বাড়ির ছাদে টবে লাগানো আঙুর গাছ মাচার ওপর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ওই গাছে আঙুরের ফলন প্রায় ২০ কেজির কাছাকাছি।
মমতাজ বেগম জানান, কয়েকদিন আগে গাছ থেকে আঙুর ছিঁড়ে প্রতি কেজি ১৭০ টাকা করে খুটাখালী বাজারে বিক্রি করা হয়। এ ছাড়াও ছাদের একাধিক টবে রয়েছে তার লাগানো শরিফা, কুল, কমলা, টমেটো, স্ট্রবেরি, পুদিনা পাতাসহ বিভিন্ন ফলদ বৃক্ষ।
Blogger Comment
Facebook Comment