‘দেশপ্রেমিক জনগণে’র প্রতি ‘রোহিঙ্গাদের প্রতিহত’ করার আহ্বান জানিয়ে কক্সবাজারে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক- সুজন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোববার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলতে, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয়রা অস্থিত্বের সংকটে পড়েছেন। তারা রোহিঙ্গাদের প্রতিহত করতে ‘দেশপ্রেমিক জনগণ’কে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও কক্সবাজারে অবস্থানকারি রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, অধ্যাপক এম. এ. বারী, সাংবাদিক তোফায়েল আহমদ ও সুজন সম্পাদক মাহবুবুর রহমান।

Blogger Comment
Facebook Comment