কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীর ঝুঁকিপূর্ণ শিকলঘাট সেতু ও রামু-মরিচ্যা আরাকান সড়ক সংস্কারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।
রামু নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে গতকাল বেলা ১১টায় শিকলঘাট সেতুর পাশে ওই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রামু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ বলেন, রামু-মরিচ্যা আরাকান সড়ক কয়েক বছর ধরে সংস্কার না করায় তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দিয়ে নিয়মিত আসা-যাওয়াকারী শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তা ছাড়া সড়কের বাঁকখালী নদীর ওপর নির্মিত অনেক পুরোনো শিকলঘাট সেতুটি সংস্কারের অভাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। সমাবেশে নাগরিক কমিটি ও রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ওমর ফারুক, জাফর আলম চৌধুরী, আমানুল হক, এম সুলতান আহমদ, হাবিবুল হক, আবু বকর ছিদ্দিক প্রমুখ বক্তৃতা করেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
Blogger Comment
Facebook Comment