ফেরার অপেক্ষায় ৩৪ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফের বিভিন্ন পয়েন্ট থেকে মিয়ানমার থেকে বৃহস্পতিবার ভোরে অনুপ্রবেশ করা ১৬ জন রোহিঙ্গাকে নিজ হেফাজতে রেখেছে বিজিবি।

এছাড়া আগের আটক করা ১৮ জনসহ বর্তমানে বিজিবি হেফাজতে স্বদেশে ফেরতের অপেক্ষায় রয়েছে ৩৪ জন রোহিঙ্গা শরণার্থী।

বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের টেকনাফের নীল ইউনিয়নের জাদিমুরা পয়েন্ট থেকে তিনজন, টেকনাফের নাজিরপাড়া পয়েন্ট থেকে ১১জন ও নাইটংপাড়া পয়েন্ট থেকে দু’জনকে আটক করে হেফাজতে রাখে বিজিবি। এ সময় পাচারের কাজে অনুপ্রবেশের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে। এছাড়া বুধবার এসব পয়েন্ট দিয়ে ৯জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ফেরত পাঠায় বিজিবি।

বিজিবি-৪২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল জাহিদ হাসান বার্তা২৪ ডটনেটকে জানান, কিছু অনুপ্রবেশকারী শাহপুরীর দ্বীপ এলাকায় টহল জোরদার থাকায় টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এসব পয়েন্টেও স্পীটবোট নিয়ে টহল জোরদার করা হয়েছে।

এ পর্যন্ত ৯৪৬ জন অনুপ্রবেশকারীর মধ্যে ৯১২ জনকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে এবং বর্তমানে বিজিবি হেফাজতে স্বদেশে ফেরতের অপেক্ষায় রয়েছে ৩৪ জন  রোহিঙ্গা।

এদিকে টেকনাফ স্থলবন্দরে একটি মাছ ধরার ট্রলার ও একটি তুলার ট্রলার আসলেও ব্যবসায়ীদের যাতায়াত বন্ধ রয়েছে।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment