কক্সবাজারের উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত লবণের দাম অব্যাহতভাবে নিম্নমুখী হচ্ছে।
সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালী-কুতুবদিয়াসহ বিস্তীর্ণ লবণ ভূমি এলাকায় স্থানীয়ভাবে উৎপাদিত হাজার হাজার টন লবণ মাঠে মজুদ থাকলেও মূল্য না থাকায় চাষি ও ব্যবসায়ীদের পরিবারে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সম্প্রতি লবণের ন্যায্যমূল্য দাবি করে বড় মহেশখালী ও হোয়ানক ইউনিয়নে লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা পৃথক সমাবেশ করেছেন। এতে তারা অবিলম্বে সরকারের কাছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান। বড় মহেশখালীতে লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও লবণ চাষি নুরুল আলম বলেন, বর্তমানে ব্যাপক হারে বিদেশ থেকে লবণ আসার ফলে দেশীয় লবণ শিল্প হুমকির সম্মুখীন। দেশি বাজার বিদেশি লবণে সয়লাব ও সিন্ডিকেটের তৎপরতার কারণে উপকূলীয় লবণ চাষি ও ব্যবসায়ীরা চরম অসহায় হয়ে পড়েছেন। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান, ওবায়দুল হক, আনোয়ার হোসেন, আবুল কালাম, আবদুর রহমান ও নেচার উদ্দিন।
এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার হোসেন বলেন, লবণ চাষিদের কথা চিন্তা করে লবণের মূল্য বৃদ্ধির জন্য সরকারের কাছে জানানো হয়েছে।
Blogger Comment
Facebook Comment