রামু রাবার বাগান এখন বন্যহাতির অভয়ারণ্যে পরিণত হয়েছে।
প্রতিদিন বন্যহাতির পাল বাগানে অবস্থান নিয়ে তাণ্ডব চালাচ্ছে। এতে ৫০০ একর বাগানে রাবার আহরণ বন্ধ থাকায় উত্পাদনে ধস নেমেছে।
গত দুই মাস ধরে বাগানের রাবার উত্পাদন এলাকায় একাধিক হাতির পাল প্রতিনিয়ত হানা দিচ্ছে। অনেক জায়গায় হাতির পাল সপ্তাহ ধরে বসবাস করছে। এতে আতঙ্কিত শ্রমিকরা ওইসব এলাকায় রাবার কষ আহরণ বন্ধ রেখেছে।
৫টি উত্পাদনশীল এলাকায় ১০৭টি বল্গক রয়েছে। এর মধ্যে বর্তমানে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিন ৩০ থেকে ৪০টি বল্গকে রাবার কষ আহরণ সম্ভব হচ্ছে না। উত্পাদনশীল এলাকাগুলো হাতির অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিটি বল্গকে একজন করে রাবার উত্পাদনের দায়িত্বে থাকলেও তারা ওইসব ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে পারছে না।
বাগানে রাবার উত্পাদনে দায়িত্বরত ব্যক্তিরা জানান, অব্যাহতভাবে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় বর্তমানে রাবার উত্পাদনশীল ১ হাজার ৩২০ একর জমির মধ্যে ৫০০ একর জমিতে রাবার উত্পাদন বন্ধ রয়েছে। ৫টি উত্পাদনশীল এলাকার মধ্যে ৩ নং-এর জুমছড়ি, ৪ নং-এর আশিসনের বাগান, চৌধুরী খামার এবং ৫ নং-এর লোহাতলা, ডেপারঝিরি ও হাতিখাইয়া এলাকায় হাতির উপদ্রবে রাবার উত্পাদন ব্যাহত হচ্ছে।
রামুর রাবার বাগান কয়েক মাস আগেও লাভজনক ছিল। কিন্তু সম্প্রতি হাতির অব্যাহত উপদ্রবের ফলে বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। বর্তমানে বাগানে ১ হাজার ৩২০ একর জমিতে দৈনিক ২ হাজার কেজি রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। অথচ আহরণ করা সম্ভব হচ্ছে মাত্র ১ হাজার ৩০০ কেজি। ২০১১ সালের জানুয়ারি মাসে রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ১০০ কেজি, তখন আহরণ করা হতো ২ হাজার ২০০ কেজি।
জোয়ারিয়ানালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি, আওয়ামী লীগ নেতা কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স আমার দেশ কে জানান, নির্বিচারে বনাঞ্চল উজাড় হওয়ায় কয়েক মাস ধরে বন্যহাতির দল রাবার বাগানে তাণ্ডব চালাচ্ছে। তিনি আরও জানান, হাতির ভয়ে বাগানের শ্রমিকরা উত্পাদনশীল এলাকায় গিয়ে রাবার কষ আহরণ করতে পারছে না। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মহলজ্জামা জানান, বন্যহাতির দল রাবার বাগানের পার্শ্ববর্তী বিভিন্ন বসতবাড়িতেও হামলা চালাচ্ছে এবং বোরো চাষাবাদের বীজতলা ও কৃষকের ফসলি ক্ষেতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করছে।
জুমছড়ি এলাকার সুলতান আহমদ জানান, সম্প্রতি বন্যহাতির দল রাবার বাগানে তাণ্ডব চালিয়ে ফেরার সময় তার বসতঘরটি ভেঙে ফেলে। দুই সপ্তাহ আগে স্থানীয় এক কৃষকের মহিষ হাতির আক্রমণে মারা যায়। এর আগে মানুষের প্রাণহানিও ঘটেছে।
বাগানে রাবার কষ উত্পাদনে দায়িত্বরত কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনই বাগানে হাতির পাল আসে। প্রতিটি পালে ৪ থেকে ১০-১২টি হাতি থাকে। গত দেড় মাসে এসব হাতির পাল প্রায় ২ হাজার উত্পাদনশীল রাবার গাছ উপড়ে ফেলেছে। হাতির বিচরণ ও আক্রমণে রাবার কষ আহরণে ব্যবহৃত পাঁচ হাজার ট্যাপিং বাটি ভেঙে গেছে। এছাড়া প্রতিদিন উত্পাদনশীল রাবার গাছের নিচের অংশ কষ আহরণের উদ্দেশ্যে কেটে দেয়া হয়। কিন্তু হাতির ভয়ে ওই এলাকায় যেতে না পারায় গাছের ওই অংশ কেটে দেয়া ও কষ আহরণ দুটিই সম্ভব হচ্ছে না।
রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব আমার দেশকে জানান, বাগানে প্রতিদিন বন্যহাতির দল হানা দিচ্ছে। হাতির ভয়ে শ্রমিকরা রাবার কষ আহরণের জন্য যায় না। এ কারণে বর্তমানে রাবার উত্পাদনে ধস নেমেছে। এভাবে চলতে থাকলে অচিরে লাভজনক এ বাগান অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। গভীর বনাঞ্চল থেকে আসা এসব হাতি বাগানের গাছ এবং সরঞ্জামও নষ্ট করছে। তিনি এসব হাতির পাল যাতে বনাঞ্চল থেকে আসতে না পারে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
৫টি উত্পাদনশীল এলাকায় ১০৭টি বল্গক রয়েছে। এর মধ্যে বর্তমানে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিন ৩০ থেকে ৪০টি বল্গকে রাবার কষ আহরণ সম্ভব হচ্ছে না। উত্পাদনশীল এলাকাগুলো হাতির অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিটি বল্গকে একজন করে রাবার উত্পাদনের দায়িত্বে থাকলেও তারা ওইসব ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে পারছে না।
বাগানে রাবার উত্পাদনে দায়িত্বরত ব্যক্তিরা জানান, অব্যাহতভাবে হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় বর্তমানে রাবার উত্পাদনশীল ১ হাজার ৩২০ একর জমির মধ্যে ৫০০ একর জমিতে রাবার উত্পাদন বন্ধ রয়েছে। ৫টি উত্পাদনশীল এলাকার মধ্যে ৩ নং-এর জুমছড়ি, ৪ নং-এর আশিসনের বাগান, চৌধুরী খামার এবং ৫ নং-এর লোহাতলা, ডেপারঝিরি ও হাতিখাইয়া এলাকায় হাতির উপদ্রবে রাবার উত্পাদন ব্যাহত হচ্ছে।
রামুর রাবার বাগান কয়েক মাস আগেও লাভজনক ছিল। কিন্তু সম্প্রতি হাতির অব্যাহত উপদ্রবের ফলে বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। বর্তমানে বাগানে ১ হাজার ৩২০ একর জমিতে দৈনিক ২ হাজার কেজি রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। অথচ আহরণ করা সম্ভব হচ্ছে মাত্র ১ হাজার ৩০০ কেজি। ২০১১ সালের জানুয়ারি মাসে রাবার কষ আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ১০০ কেজি, তখন আহরণ করা হতো ২ হাজার ২০০ কেজি।
জোয়ারিয়ানালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি, আওয়ামী লীগ নেতা কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স আমার দেশ কে জানান, নির্বিচারে বনাঞ্চল উজাড় হওয়ায় কয়েক মাস ধরে বন্যহাতির দল রাবার বাগানে তাণ্ডব চালাচ্ছে। তিনি আরও জানান, হাতির ভয়ে বাগানের শ্রমিকরা উত্পাদনশীল এলাকায় গিয়ে রাবার কষ আহরণ করতে পারছে না। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মহলজ্জামা জানান, বন্যহাতির দল রাবার বাগানের পার্শ্ববর্তী বিভিন্ন বসতবাড়িতেও হামলা চালাচ্ছে এবং বোরো চাষাবাদের বীজতলা ও কৃষকের ফসলি ক্ষেতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি করছে।
জুমছড়ি এলাকার সুলতান আহমদ জানান, সম্প্রতি বন্যহাতির দল রাবার বাগানে তাণ্ডব চালিয়ে ফেরার সময় তার বসতঘরটি ভেঙে ফেলে। দুই সপ্তাহ আগে স্থানীয় এক কৃষকের মহিষ হাতির আক্রমণে মারা যায়। এর আগে মানুষের প্রাণহানিও ঘটেছে।
বাগানে রাবার কষ উত্পাদনে দায়িত্বরত কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনই বাগানে হাতির পাল আসে। প্রতিটি পালে ৪ থেকে ১০-১২টি হাতি থাকে। গত দেড় মাসে এসব হাতির পাল প্রায় ২ হাজার উত্পাদনশীল রাবার গাছ উপড়ে ফেলেছে। হাতির বিচরণ ও আক্রমণে রাবার কষ আহরণে ব্যবহৃত পাঁচ হাজার ট্যাপিং বাটি ভেঙে গেছে। এছাড়া প্রতিদিন উত্পাদনশীল রাবার গাছের নিচের অংশ কষ আহরণের উদ্দেশ্যে কেটে দেয়া হয়। কিন্তু হাতির ভয়ে ওই এলাকায় যেতে না পারায় গাছের ওই অংশ কেটে দেয়া ও কষ আহরণ দুটিই সম্ভব হচ্ছে না।
রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আইয়ুব আমার দেশকে জানান, বাগানে প্রতিদিন বন্যহাতির দল হানা দিচ্ছে। হাতির ভয়ে শ্রমিকরা রাবার কষ আহরণের জন্য যায় না। এ কারণে বর্তমানে রাবার উত্পাদনে ধস নেমেছে। এভাবে চলতে থাকলে অচিরে লাভজনক এ বাগান অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। গভীর বনাঞ্চল থেকে আসা এসব হাতি বাগানের গাছ এবং সরঞ্জামও নষ্ট করছে। তিনি এসব হাতির পাল যাতে বনাঞ্চল থেকে আসতে না পারে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
Blogger Comment
Facebook Comment