কক্সবাজারের বাংলাবাজার এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইসনসহ যুবককে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ১৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস এ রাকিবের নেতৃত্বে ৪২ ব্যাটালিয়নের সদস্যরা কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ১০টার দিকে ঢাকা থেকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করে। এসময় ওই ব্যাগে ছোট ছোট প্যাকেট ভর্তি অবস্থায় এক কেজি ৯০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এগুলো বহনের অভিযোগে ওই বাসের সুপারভাইজার সেলিমকে আটক করা হয়। তার বাড়ি চট্রগ্রামের পটিয়া উপজেলায়।
বিজিবি জানায়, ঢাকা থেকে এই চালানটি বহন করে তিনি টেকনাফের দিকে নিয়ে যাচ্ছিলেন। চালানটি মিয়ানমারে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবি জানায়, ঢাকা থেকে এই চালানটি বহন করে তিনি টেকনাফের দিকে নিয়ে যাচ্ছিলেন। চালানটি মিয়ানমারে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
Blogger Comment
Facebook Comment