কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের প্রাধান্য

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের
প্রগতিশীল রাজনৈতিক দলের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।


১৭টি পদের মধ্যে এ প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০জন নির্বাচিত হয়েছেন। ২টি সম্পাদকীয় পদসহ ৭জন নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে।

শনিবার সকাল সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৯২জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৫২ জন। ভোটগ্রহণ শেষে রাত ১১ টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কুমার আচার্য্য।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমদ ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার অপর প্রতিদ্বন্দ্বী বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবুল আলা পেয়েছেন ২২২ ভোট। ২২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল। তার অপর প্রতিদ্বন্দ্বী বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পেয়েছেন ২২০ ভোট।

অপর ১৫টি পদের মধ্যে ৬টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পদ রয়েছে। ৬টি সম্পাদকীয় পদের মধ্যে প্রগতিশীল রাজনৈতিক দলের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের ৪ জন নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাফর আলম (তার প্রাপ্ত ভোট ২৩০) ও অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া (তার প্রাপ্ত ভোট ২২৪)। এ প্যানেল থেকে ৩শ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ। ২৪৭ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন।

বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৫৫ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবদুর রহমান। ২২৯ ভোট পেয়ে আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ মো. আবু তাহের (২)।

প্রতিদ্বন্দ্বী অপর সম্পাদকীয় পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট বাবুল চন্দ্র দাস পেয়েছেন ১৮১ ভোট।

আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট একে ফজলুল হক চৌধুরী পেয়েছেন ২২৩ ভোট। আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আমির হোছাইন (২) পেয়েছেন ১৮৮ ভোট ও আবু তাহের (২) পেয়েছেন ১৯৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট হালিমুর রশিদ পেয়েছেন ১৪৪ ভোট। পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট আমিরুল ইসলাম খোকন পেয়েছেন ১৯৪ ভোট।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে ২৩২ ভোটে অ্যাডভোকেট আমজাদ হোসেন, ২২৪ ভোটে অ্যাডভোকেট মোহাম্মদ ইছহাক (১), ২৫২ ভোটে অ্যাডভোকেট রাহমত উল্লাহ, ২১৬ ভোটে অ্যাডভোকেট ওয়াহেদা রহমান জোনাকী সদস্য নির্বাচিত হয়েছেন।

আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে ৩৩৪ ভোটে অ্যাডভোকেট ইয়াছমিন শওকত জাহান রোজি, ২৫১ ভোটে অ্যাডভোকেট সব্বির আহমদ, ২৩৮ ভোটে অ্যাডভোকেট ছাদেক উল্লাহ, ২২৯ ভোটে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী ও ২৩৪ ভোটে  অ্যাডভোকেট নাজেম উদ্দিন সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের অ্যাডভোকেট আবু ছৈয়দ পেয়েছেন ১৭৪ ভোট, অ্যাডভোকেট আবুল কাসেম (২) পেয়েছেন ১৮১ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ বখতিয়ার পেয়েছেন ২০৭ ভোট, অ্যাডভোকেট খাইরুল আমিন পেয়েছেন ১৯২ ভোট, অ্যাডভোকেট নাছির উদ্দিন পেয়েছেন ১৩০ ভোট। আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অ্যাডভোকেট একে ফিরোজ আহমদ পেয়েছেন ২০৩ ভোট, অ্যাডভোকেট তাওহিদুল আনোয়ার পেয়েছেন ২১৩ ভোট, অ্যাডভোকেট আমিন উদ্দিন পেয়েছেন ১৭৭ ভোট ও অ্যাডভোকেট আবদুর রশিদ পেয়েছেন ১৬৩ ভোট।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment