রাজনীতির ঊর্ধে উঠে পরিকল্পিত নগরী বানাতে হবেঃ আহমদ হোছাইন

'দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে
প্রধানমন্ত্রী বরাবরই আন্তরিক-এটা প্রমাণ হলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের সিদ্ধান্তের মাধ্যমে।


এমনিতেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের এক মহাসন্ধিক্ষণের স্মৃতি জড়িয়ে রয়েছে সাগরপাড়ের শহর কক্সবাজার। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার এক অন্ধকার সময়ে জাতিরজনক বেশ কিছুদিনের সময় অতিবাহিত করেছেন এখানেই। তাই পর্যটনকেন্দ্র এই কক্সবাজারের গুরুত্ব এসব ঐতিহাসিক কারণেও কম নয়। এ কারণে আমি সরকার প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে আসায়।'
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট এ,কে আহমদ হোছাইন গতকাল কালের কণ্ঠকে এসব বলেন।
তিনি বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের শহর কক্সবাজারকে সাজানো হবে অপরূপ সাজে। আর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বে সরকারি কর্মকর্তা নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন সেটা বড় কথা নয়-আসল কথা হচ্ছে একটি পরিকল্পিত আধুনিক নগরী বলতে যা বুঝায় সেরকম একটি নগরী গড়ে তোলার প্রয়াস চালাতে হবে।'
কক্সবাজারের প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব এ প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত যেটি ব্যক্ত করেছেন সেটি হচ্ছে, 'আমরা কে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃত্ত রয়েছি সেটার চাইতে আমাদের সবাইকে রাজনৈতিক বিবেচনার ঊধর্ে্ব থেকেই পরিকল্পিত নগরী গড়ার কাজে শামিল হতে হবে। তাঁর মতে কক্সবাজার হচ্ছে একটি আন্তর্জাতিকমানের পর্যটন শহর। এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর হবার কারণে এখানে আসেন দেশ-বিদেশের ভ্রমণপিপাসু লোকজন। তাদের কাছে রাজনীতি নয় অত্যাধুনিক সুযোগ-সুবিধাদিই সবচেয়ে বড় বিষয়। এ কারণে আমি রাজনীতির ঊর্ধে থেকে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছি বেশি।'
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment