কক্সবাজারের দুই নারী এমপির রাজনীতির শুরু শ্বশুর বাড়িতেই! অ্যাডভোকেট হাসিনা আহমদ রাজনীতিতে এসেছেন শ্বশুর বাড়িতে আসার পর। কক্সবাজারের পেকুয়া উপজেলার সিকদার পাড়া গ্রামের শিক্ষাবিদ মরহুম মৌলভী সাঈদুল হকের বড়ো সন্তান এবং বিএনপির বর্তমান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আহমদ তাঁর স্বামী।
রাজধানী ঢাকার পুরানো পল্টন এলাকার স্থায়ী বাসিন্দা হাসিনার জন্ম ১৯৬৫ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সহ এল এল এম ডিগ্রি লাভ করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা দুর্নীতির মামলায় স্বামী সালাহউদ্দিন আহমদ কারাগারে থাকায় কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরাসরি ভোটযুদ্ধে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তাঁর স্বামী সালাহউদ্দিন আহমদ এ আসনে এমপি নির্বাচিত হন। হাসিনা আহমদ বৃহত্তর চট্টগ্রামের প্রথম নির্বাচিত মহিলা এমপি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সদস্য।
তিনি বলেন, 'এলাকায় আমি কম আসি বলে আমার বিরুদ্ধে যে প্রচারণা তা সাধারণ মানুষের নয়, আমার প্রতিপক্ষের। যা সত্যি নয়। আমি হয়তোবা প্রতি মাসে আসি না। তবে জাতীয় দিবসসহ দলীয় কর্মসূচি এলাকায় এসে পালনের চেষ্টা করি।'
এলাকায় জনগণের সেবা দিতে গিয়ে সরকারি দলের কোনো বাধার মুখে পড়েন কিনা?-প্রশ্নের জবাবে হাসিনা আহমদ বলেন, 'এরকম সরাসরি বাধার মুখে না পড়লেও আমি যাতে এলাকায় না আসি সেরকম নানাভাবে আমাকে বাধার সৃষ্টি করা হয়।'
বিরোধী দলীয় এমপি হিসেবে সরকারি উন্নয়ন বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, 'উন্নয়ন বরাদ্দ বলতে টিআর ও কাবিখা প্রকল্প ছাড়া আর কিছুই দেওয়া হয় না। ফলে অনেক উন্নয়ন প্রকল্প আমার নির্বাচনী এলাকায় বরাদ্দের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে।' এ প্রসঙ্গে তিনি জানান, কাটাফাড়ি সেতু, উজানটিয়া-করিয়ারদিয়া সেতু, উজানটিয়া-মাতারবাড়ী সেতু, সাহারবিল সেতুসহ বেশ কিছু বড় বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। তাছাড়া গত কয়েক বর্ষা ও বন্যায় ক্ষতবিক্ষত সড়কগুলোও সংস্কার করা হয়নি। বর্তমান সরকারের গত তিন অর্থ বছরে প্রাপ্ত পেকুয়া-চকরিয়ার ১৩৭৮টি প্রতিষ্ঠানে ১২৮৭.৫ মেট্রিক টন চাল ও ৭৫০ মেট্রিক টন গম বরাদ্ধ দেয়া হয়েছে চকরিয়া পেকুয়া আসনে। এ বরাদ্দ তিনি সংসদ সদস্য হিসেবে পেয়েছেন। তিনি জানান, তবে দুটি উপজেলার জন্য এ বরাদ্দ যথেষ্ট নয়। টিআর, কাবিখা ও টাবিকা ছাড়া অন্য কোন উন্নয়ন বরাদ্দ এ পর্যন্ত চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাসিনা আহমদকে প্রদান করা হয়নি।
তার আসনে সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি সম্পর্কে হাসিনা আহমদ বলেন, 'নির্বাচিত বিরোধী দলীয় এমপির আসনে একজন দলীয় অনির্বাচিত সংসদ সদস্যকে দায়িত্ব দিলেও তিনি এ পর্যন্ত কোনো উন্নয়ন করতে পারেননি।' এমনকি পেকুয়া-চকরিয়ার কোথাও একটি ইটও লাগানো সম্ভব হয়নি বলে অভিযোগ উত্থাপন করেন তিনি। বরং এলাকায় সন্ত্রাসের মদদ দিয়ে আইন-শৃঙ্খলার অবনতি করা হচ্ছে বলে তার অভিযোগ। তিনি বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চকরিয়া-পেকুয়ায় বিএনপির শত শত নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।'
এলাকায় জনগণের সেবা দিতে গিয়ে সরকারি দলের কোনো বাধার মুখে পড়েন কিনা?-প্রশ্নের জবাবে হাসিনা আহমদ বলেন, 'এরকম সরাসরি বাধার মুখে না পড়লেও আমি যাতে এলাকায় না আসি সেরকম নানাভাবে আমাকে বাধার সৃষ্টি করা হয়।'
বিরোধী দলীয় এমপি হিসেবে সরকারি উন্নয়ন বরাদ্দের ব্যাপারে তিনি বলেন, 'উন্নয়ন বরাদ্দ বলতে টিআর ও কাবিখা প্রকল্প ছাড়া আর কিছুই দেওয়া হয় না। ফলে অনেক উন্নয়ন প্রকল্প আমার নির্বাচনী এলাকায় বরাদ্দের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে।' এ প্রসঙ্গে তিনি জানান, কাটাফাড়ি সেতু, উজানটিয়া-করিয়ারদিয়া সেতু, উজানটিয়া-মাতারবাড়ী সেতু, সাহারবিল সেতুসহ বেশ কিছু বড় বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। তাছাড়া গত কয়েক বর্ষা ও বন্যায় ক্ষতবিক্ষত সড়কগুলোও সংস্কার করা হয়নি। বর্তমান সরকারের গত তিন অর্থ বছরে প্রাপ্ত পেকুয়া-চকরিয়ার ১৩৭৮টি প্রতিষ্ঠানে ১২৮৭.৫ মেট্রিক টন চাল ও ৭৫০ মেট্রিক টন গম বরাদ্ধ দেয়া হয়েছে চকরিয়া পেকুয়া আসনে। এ বরাদ্দ তিনি সংসদ সদস্য হিসেবে পেয়েছেন। তিনি জানান, তবে দুটি উপজেলার জন্য এ বরাদ্দ যথেষ্ট নয়। টিআর, কাবিখা ও টাবিকা ছাড়া অন্য কোন উন্নয়ন বরাদ্দ এ পর্যন্ত চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাসিনা আহমদকে প্রদান করা হয়নি।
তার আসনে সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি সম্পর্কে হাসিনা আহমদ বলেন, 'নির্বাচিত বিরোধী দলীয় এমপির আসনে একজন দলীয় অনির্বাচিত সংসদ সদস্যকে দায়িত্ব দিলেও তিনি এ পর্যন্ত কোনো উন্নয়ন করতে পারেননি।' এমনকি পেকুয়া-চকরিয়ার কোথাও একটি ইটও লাগানো সম্ভব হয়নি বলে অভিযোগ উত্থাপন করেন তিনি। বরং এলাকায় সন্ত্রাসের মদদ দিয়ে আইন-শৃঙ্খলার অবনতি করা হচ্ছে বলে তার অভিযোগ। তিনি বলেন, 'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চকরিয়া-পেকুয়ায় বিএনপির শত শত নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।'
Blogger Comment
Facebook Comment