কক্সবাজারে ব্যবসায়ী বেলাল হোসেনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও চাঁদাবাজমুক্ত বার্মিজ মার্কেট গড়ার দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ব্যবসায়ী ও কর্মচারীরা।
শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক দোকান বন্ধ রেখে কালো পতাকা উত্তোলন করে কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ীরা জানান, স্থানীয় সন্ত্রাসী নজরুল গ্রুপকে চাঁদা না দেয়ায় তারা শুটকি ব্যবসায়ী বেলালের ওপর ২৯ এপ্রিল হামলা চালায়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় মামলা দেয়া হয়। কিন্তু পুলিশ আজ পর্যন্ত কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছেন।
পর্যটকদের অন্যতম আকর্ষণ বার্মিজ মার্কেটে নিরাপদে ব্যবসা করার লক্ষ্যে নিয়মিত পুলিশ টহল জোরদার করারও দাবি জানান ব্যবসায়ী নেতারা।
Blogger Comment
Facebook Comment