কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় পাহাড় কাটা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে দুই বছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক এ অভিযান চালান।
জানা গেছে, উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী, বারইয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় কাটায় মেতে উঠেছে একাধিক পাহাড়খেকো চক্র। বিষয়টি অবহিত হয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে বারইয়াপাড়ায় পাহাড় কাটার সময় হাবিবুর রহমানকে পাহাড় কাটার সরঞ্জামসহ আটক করা হয়। হাবিবুর রহমান (৭০) স্থানীয় মৃত আবদুল মতলবের ছেলে। এ সময় ইউএনও পাশের চাইল্যাতলী এলাকায় আরও কয়েকটি পাহাড় কাটার ঘটনা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় এসব পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যান। বৃহস্পতিবার বিকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হক পাহাড় কাটার ঘটনায় আটক হওয়ায় হাজী হাবিবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (চ) ১৫ ধারায় দুই বছরের সাজা দেন।
Blogger Comment
Facebook Comment