কক্সবাজারের উখিয়ায় অভাবের তাড়নায় কহিনুর আক্তার (১৪) বিষপানে আত্মহত্যা করেছে। সে থাইংখালী গৌজ গোনা গ্রামের দিন মজুর বাবুল মিয়ার কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, দিন মজুর বাবুলের দুই ছেলে দুই মেয়েসহ ছয় সদস্যের সংসারে চরম অভাব অনটন ছিল। গত কয়েকদিন ধরে নিহত কহিনুর আক্তার পেটের ব্যাথা সহ নানা রোগে বিনা চিকিৎসায় ঘরে গড়াগড়ি খায়। একদিকে ঘরে অভাব অন্যদিকে বিনা চিকিৎসার যন্ত্রণা সইতে না পেরে মঙ্গলবার সকালে পানের বরজের জন্য আনা কীঠনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করালে বৃহস্পতিবার রাত ১১টায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য বুধবার বিকাল তিনটায় পূর্ব হলদিয়া গ্রামের দরিদ্র বৃদ্ধা হাবিবুর রহমানও (৭৪) চিকিৎসার টাকা যোগার করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
উল্লেখ্য বুধবার বিকাল তিনটায় পূর্ব হলদিয়া গ্রামের দরিদ্র বৃদ্ধা হাবিবুর রহমানও (৭৪) চিকিৎসার টাকা যোগার করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
Blogger Comment
Facebook Comment