গানের সুরে সুরে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া মাতিয়ে গেলেন মেরিডিয়ান-চ্যানেল আই খুদে গানরাজ পায়েল।
তার কুতুবদিয়া আসায় খবর ছড়িয়ে পড়লে দ্বীপের সর্বস্তরের মানুষ এক নজর দেখতে এবং সুমধুর কণ্ঠে গান শোনার জন্য উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ভিড় জমায়। উপস্থিত সবার অনুরোধে শিল্পী পায়েল গান গেয়ে সবাইকে খুশি করেন।
স্থানীয় বাসিন্দা এইচ এম এহসান জানান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই খাজা আলামিন কুতুবদিয়ায় দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার তিনি কুতুবদিয়ায় অফিস করতে আসেন। এ সময় তিনি খুদে গানরাজ পায়েলকে সঙ্গে নিয়ে আসেন। পায়েলের আগমন সংবাদ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভিড় জমে যায়। তৎক্ষণাৎ গানের সরঞ্জাম নিয়ে উপজেলা অফিসার্স ক্লাবে উপস্থিত হন কুতুবদিয়া শিল্পকলা একাডেমির সম্পাদক মাস্টার সমীর শীল। তার পরিচালনায় ১০-২০ মিনিটের একটি জমজমাট অনুষ্ঠান হয়ে যায়। এতে বেশ কটি জনপ্রিয় গান গেয়ে শোনান পায়েল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, পিআইও সুব্রত দাশ, যুবলীগ নেতা শহীদুল ইসলাম লালা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, পিআইও সুব্রত দাশ, যুবলীগ নেতা শহীদুল ইসলাম লালা প্রমুখ।
Blogger Comment
Facebook Comment