কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন গৃহবধূ আহত হয়েছেন। পুড়ে গেছে তিনটি ঘর। উপজেলার বরইতলী ইউনিয়নের মুড়াপাড়া গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মুড়াপাড়া গ্রামের বাসিন্দা সলিম উল্লাহ (৪৫) ও তাঁর স্ত্রী রশিদা বেগম (৩৭)।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী জানান, গতকাল সকাল সাতটা থেকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। সাড়ে সাতটার দিকে বজ্রপাতে মুড়াপাড়া গ্রামের বাসিন্দা সলিম উল্লাহর ঘরটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় ঘরে অবস্থান করা সলিম উল্লাহ ও তাঁর স্ত্রী রশিদা বেগম মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাতের ঘটনায় পাশের আরও দুটি বাড়ির আংশিক পুড়ে যায়। এতে গৃহবধূ সায়েমা আক্তার (১৯) আহত হন। তাঁর স্বামীর নাম মোহামঞ্চদ হোসেন। সায়েমাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী জানান, গতকাল সকাল সাতটা থেকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। সাড়ে সাতটার দিকে বজ্রপাতে মুড়াপাড়া গ্রামের বাসিন্দা সলিম উল্লাহর ঘরটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় ঘরে অবস্থান করা সলিম উল্লাহ ও তাঁর স্ত্রী রশিদা বেগম মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, বজ্রপাতের ঘটনায় পাশের আরও দুটি বাড়ির আংশিক পুড়ে যায়। এতে গৃহবধূ সায়েমা আক্তার (১৯) আহত হন। তাঁর স্বামীর নাম মোহামঞ্চদ হোসেন। সায়েমাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Blogger Comment
Facebook Comment