কক্সবাজারের লিংক রোড এলাকার বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা অর্ধ শত বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।
লিংক রোড বিট কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রথম দফায় গত মঙ্গলবার ওই সব ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস জানান, লিংক রোড বন বিটের আওতায় ১২শ' একর সামাজিক বন রক্ষায় বনকর্মী রয়েছে মাত্র ৪ জন। ফলে বিশাল এলাকা দেখাশোনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই সুযোগে কিছু লোক বনভূমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে। তিনি জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে বেশ কিছু মামলা করা হয়েছে। এ ছাড়া উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তিনি এ ব্যাপারে স্থানীয় লোকজনের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, কক্সবাজারের লিংক রোড এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে প্রায় দু'শ' একর বনভূমি অবৈধভাবে দখলের খবর মঙ্গলবার সমকালে প্রকাশিত হয়। এর পর দুপুর থেকে বন বিভাগ ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে।
উল্লেখ্য, কক্সবাজারের লিংক রোড এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে প্রায় দু'শ' একর বনভূমি অবৈধভাবে দখলের খবর মঙ্গলবার সমকালে প্রকাশিত হয়। এর পর দুপুর থেকে বন বিভাগ ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে।
Blogger Comment
Facebook Comment