কক্সবাজারে বনভূমি থেকে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের লিংক রোড এলাকার বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা অর্ধ শত বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।

লিংক রোড বিট কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রথম দফায় গত মঙ্গলবার ওই সব ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস জানান, লিংক রোড বন বিটের আওতায় ১২শ' একর সামাজিক বন রক্ষায় বনকর্মী রয়েছে মাত্র ৪ জন। ফলে বিশাল এলাকা দেখাশোনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই সুযোগে কিছু লোক বনভূমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে। তিনি জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে বেশ কিছু মামলা করা হয়েছে। এ ছাড়া উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তিনি এ ব্যাপারে স্থানীয় লোকজনের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, কক্সবাজারের লিংক রোড এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে প্রায় দু'শ' একর বনভূমি অবৈধভাবে দখলের খবর মঙ্গলবার সমকালে প্রকাশিত হয়। এর পর দুপুর থেকে বন বিভাগ ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment