কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে পাহাড় কাটার দায়ে হাবিবুর রহমান (৭০) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শহীদ মো. ছাইদুল হক জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে বসতঘরসংলগ্ন একটি পাহাড় কাটার সময় হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন আগেভাগেই পালিয়ে যান। এ সময় পাহাড় কাটার কিছু সরঞ্জামও জব্দ করা হয়। পরে হাবিবুরকে দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
ইউএনও শহীদ মো. ছাইদুল হক আরও জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী ও বারইয়াপাড়াসহ বিভিন্ন জায়গায় নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন আগেভাগেই পালিয়ে যান। এ সময় পাহাড় কাটার কিছু সরঞ্জামও জব্দ করা হয়। পরে হাবিবুরকে দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
ইউএনও শহীদ মো. ছাইদুল হক আরও জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী ও বারইয়াপাড়াসহ বিভিন্ন জায়গায় নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
Blogger Comment
Facebook Comment