কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনস্পেক্টর কামরুল হাসান পিপিএম পুলিশের চট্টগ্রাম রেঞ্জে এপ্রিল মাসের 'বেস্ট ইনস্পেক্টর' নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ নওশের আলী পিপিএম এর কাছ থেকে তিনি 'বেস্ট ইনস্পেক্টর' অ্যাওয়ার্ড গ্রহণ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি মাসের কর্মকাণ্ড বিবেচনা করে পেশাগত দক্ষতা বৃদ্ধির কাজে উৎসাহিত করার লক্ষে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
পর্যটননগরী কক্সবাজার সদর মডেল থানায় গত এপ্রিল মাসে ১৫০ পলাতক আসামির গ্রেফতারি পরোয়ানা তামিল, ১০ জন দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ পলাতক আসামি গ্রেফতার এবং ইয়াবার চালান আটকসহ অন্যান্য কর্মকাণ্ড বিবেচনা করে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা ও ১০৫ থানার মধ্যে ইনস্পেক্টর কামরুল হাসানকে এপ্রিল মাসের 'বেস্ট ইনস্পেক্টর' নির্বাচিত করা হয়। কামরুল ১৯৮৮ সালে সাব ইনস্পেক্টর হিসেবে পুলিশে যোগ দিয়ে ১৯৯৭ সালে ইনস্পেক্টর পদে পদোন্নতি পান। তিনি ১৯৯৬ সালে দুর্ধর্ষ শিবির ক্যাডার নাসিরকে গ্রেপ্তার এবং একে-৪৭সহ ৮ টি অস্ত্র উদ্ধার করে সারাদেশে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।
Blogger Comment
Facebook Comment