কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে ১৫ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোরে নাফ নদী অতিক্রম করে অনুপ্রবেশের পর উপজেলার সাবরাং এলাকার বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়। অন্যদিকে, গতকাল বিকেলে টেকনাফ থানা পুলিশ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে চারজন রোহিঙ্গাকে আটক করে। তাঁরা সবাই মিয়ানমারের মংডু টাউনশিপের বাসিন্দা।
৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেজর সাইফুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমারের ১৫ নাগরিককে আটক করা হয়েছে। হঠাৎ করে সাগর ও নাফ নদী উত্তাল হওয়ায় তাদের এখনই ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। আবহাওয়া ভালো হলে তাদের ফেরত পাঠানো হবে।’
৪২ বর্ডার গার্ড টেকনাফ ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেজর সাইফুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমারের ১৫ নাগরিককে আটক করা হয়েছে। হঠাৎ করে সাগর ও নাফ নদী উত্তাল হওয়ায় তাদের এখনই ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। আবহাওয়া ভালো হলে তাদের ফেরত পাঠানো হবে।’
Blogger Comment
Facebook Comment