কক্সবাজারে পাহাড়ধস ও বজ্রপাতে ৭ জনের মৃত্যু

কক্সবাজারের অব্যাহত বৃষ্টির কারণে ২৬জুন মঙ্গলবার বজ্রপাত, পাহাড়ি ঢল ও ধসের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহেশখালী উপজেলায় ৪ জন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ১ জন, চকরিয়া উপজেলায় ১ জন এবং পেকুয়া উপজেলায় ১ জন নিহত হয়েছেন।

প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে ও পানিতে ডুবে মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী দ্বীপে ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৫ জন।
দ্বীপের কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়ায় পাহাড় ধসে একটি বাড়ি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান সখিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী শফিউল আলম (৫৩) আহত হয়েছেন। একই সময় উত্তর ঝাপুয়া গ্রামে পাহাড় ধসে ২টি ঘর চাপা পড়ে সাদ্দাম হোসেন (২৪) নামে এক তরুণ ও কিশোরী রাফি আকতার (১২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। দ্বীপের শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট এলাকায় পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে মারা গেছেন আবদুল মজিদ (৩৫) নামে এক ব্যক্তি। তিনি একজন মৃগী রোগী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এবিষয়ে মহেশখালী থানার পরিদর্শক (ওসি) রণজিত কুমার বড়ুয়া ৪ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। একিকে, বিকেল ৩টায় পেকুয়া উপজেলার সাবজীবন পাড়ার মৃত মোহাম্মদ সব্বিরের ছেলে মুবিনুল হক (৩২) বজ্রপাতে মারা গেছেন। এতে আহত হয়েছেন আবদুল আজিজ (২০) নামে আরও একজন।

পেকুয়া থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। মঙ্গলবার একই সময়ে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে কাউয়ার পাড়া এলাকার মনজুর আলম (৪০) নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের খালকাচা পাড়ায় বজ্রপাতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ জানান, নিহত আলী আকবর (২৫) বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের খাল কাঁচাপাড়ার ছাবের আহমদের ছেলে। আহত আলী আজগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার জেলার ৬ উপজেলার ৭৫ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রায় একশ কিলোমিটার বেঁড়িবাধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। জেলার ৩টি প্রধান নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment