কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের মালিকানাধীন একটি চিংড়ি ঘেরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
সশস্ত্র ডাকাতদল ওই চিংড়ি ঘেরে ম্যানেজার ও কর্মচারীদের মারধর করে অর্ধকোটি মাছ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে।পুলিশ ও চিংড়ি ঘেরের কর্মচারীরা জানান, মঙ্গলবার ভোররাতে ৪০ থেকে ৪৫ জনের একদল সশস্ত্র ডাকাত এমপি লুৎফুর রহমান কাজলের মালিকানাধীন চকরিয়া উপজেলার খুটাখালী কাউয়ারদিয়া এলাকায় অবস্থিত নিরিবিলি এগ্রো কমপ্লেক্স নামে ওই চিংড়ি ঘরে হানা দেয়।
ঘেরের ম্যানেজার নবাব মিয়া জানান, ডাকাতদল তিনদিক থেকে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। ওই সময় ভয়ে হ্যাচারির কর্মচারী-কর্মকর্তারা পালিয়ে যায়।
ডাকাতদল ঘুমন্ত থাকা মসজিদের ইমাম ওমর ফারুক ও প্রকল্প ম্যানেজার ফজলুল হককে ব্যাপক মারধর করে। এরপর তারা এগ্রো কমপ্লেক্সের বিভিন্ন কক্ষে লুটপাট ও ভাঙচুর চালায়। পরে ডাকাতদল মাছসহ ঘেরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনার পর থেকে ওই ঘেরের মসজিদের ইমাম ওমর ফারুক ও প্রকল্প ম্যানেজার ফজলুল হক নিখোঁজ রয়েছেন।
দুপুরে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Blogger Comment
Facebook Comment