মিয়ানমার থেকে টেকনাফের নাফ নদ দিয়ে বাংলাদেশে পাচারকালে সোমবার রাতে ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার হ্নিলা ইউনিয়নের লেদা এলাকার নাফ নদ দিয়ে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচার হতে পারে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে নাফ নদের বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেন বিজিবির সদস্যরা। লেদা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই প্যাকেটের ভেতরে লুকানো ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ইয়াবা বড়ির চালান টেকনাফ থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে বিজিবি।
Blogger Comment
Facebook Comment