টেকনাফে আটক ৪৩ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। বুধবার বিকেলে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় টেকনাফের তিনটি পয়েন্ট থেকে এসব রোহিঙ্গাদের আটক করেছিল বিজিবি।
জানা যায়, কক্সবাজারের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলাপাড়া পয়েন্ট থেকে অনুপ্রবেশের সময় মঙ্গলবার দিবাগত রাতে ৩৮ জন এবং ভোরে দমদমিয়া থেকে ২ জন ও হ্নীলা থেকে তিন জনসহ মোট ৪৩ রোহিঙ্গাকে আটক করে বিজিবি।
বিজিবি ৪২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জাহিদ হাসান জানান, বঙ্গোপসাগর ও নাফ নদীতে টহল জোরদার থাকায় টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টারত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা ধরা পড়েছে।
Blogger Comment
Facebook Comment