রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বড় পুকুরপাড় শর্মাপাড়ায় একটি বসতঘরে আগুন লাগার কারণে এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে। শিল্পী শর্মা (১১) পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং স্থানীয় কালী কুমার শর্মার মেয়ে।
সম্প্রতি ভয়াবহ বন্যায় কালী কুমার শর্মার বাড়িটি পল্গাবিত হয়। এ কারণে বাড়ির ভেতরে এখনও স্যাঁতসেঁতে থাকায়, কয়েকদিন ধরে ওই বাড়ির সদস্যরা বাড়ির ভেতরে ওপরের চালায় রাত কাটাচ্ছিল। রান্না ঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এক সময় আগুন ঘরের চালে রাখা লাকড়িতে ধরে মুহূর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় কালী কুমার শর্মার স্ত্রী সরস্বতী শর্মা ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও বাড়ির চালা থেকে বের হতে পারেনি তার মেয়ে শিল্পী শর্মা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ সময় কালী কুমার শর্মার স্ত্রী সরস্বতী শর্মা ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও বাড়ির চালা থেকে বের হতে পারেনি তার মেয়ে শিল্পী শর্মা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Blogger Comment
Facebook Comment