টেকনাফ সড়কে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ, দুর্ভোগ

টেকনাফের যানবাহন বিষয়ে সবচেয়ে বিপজ্জনক জায়গা উঠনি। একটু হলেই পাঁচশ' ফুট নিচে। এমন সড়ক দিয়ে ওপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক পেছনে নেমে যায় গতকাল বুধবার।

এক পর্যায়ে পেছনে গিয়ে ঠেকে সামান্য একটি ইটের টুকরোতে। ওই অবস্থায় দশ ঘণ্টা আটকে ছিল । গাড়ির মালিক কিংবা সংশিল্গষ্ট কেউ আসেনি আটকেপড়া ট্রাকটি উদ্ধার করে দুর্ভোগ নিরসনে। এ অবস্থায় উঠনির উভয় দিকে আসা যানবাহনগুলো আটকা পড়ে। সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই অবস্থায় ঝুলে থেকে শেষ পর্যন্ত ট্রাকটি খাদে পড়ে যায়। উভয় দিক থেকে আসা গাড়িগুলোর লোকজনের দুর্ভোগ পোহাতে হয়।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment