কুতুবদিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ফাঁস নিয়ে নুরুন নবী নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি কুতুবদিয়া উপজেলা দক্ষিণ ধুরং ইউনিয়নের হায়দার আলী মিয়াজীরপাড়া গ্রামের হাজি আশরাফুজ্জামানের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। স্থানীয় দক্ষিণ ধুরং ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন আল আজাদ তার এলাকায় পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে স্বীকার করেন।
স্থানীয় লোকজন জানান, ২৩ জুলাই রাত ১০টায় স্বামী-স্ত্রীর মধ্যে সংসারের অভাব-অনটন নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন নুরুন নবী। পরে অভিমানে স্বামী আত্মহত্যা করেন। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে কুতুবদিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ২৩ জুলাই রাত ১০টায় স্বামী-স্ত্রীর মধ্যে সংসারের অভাব-অনটন নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন নুরুন নবী। পরে অভিমানে স্বামী আত্মহত্যা করেন। খবর পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে কুতুবদিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Blogger Comment
Facebook Comment