টেকনাফের হাবির ছড়া সৈকত এলাকায় মিয়ানমারের এক নাগরিকের লাশ ভেসে এসেছে। গতকাল বুধবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ সময় ২ লাখ মিয়ানমার মুদ্রা, এক ভরি স্বর্ণ ও একটি হাতঘড়ি পাওয়া যায়।
থানার এসআই হারুন জানান, টেকনাফ সৈকতে একটি লাশ আসার সংবাদ পেয়ে তা উদ্ধার করা হয়। সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে আসা চার-পাঁচজন ওই লাশের স্বজন। তারা লাশ শনাক্ত করেন। তিনি আকিয়াব জেলার অধিবাসী।
সে মৃত আবদুল মোনাফের ছেলে সুনা মিয়া। তার স্বজন হামিদা বলেন, তিন দিন আগে তারা সাতজন আকিয়াব শহর থেকে টেকনাফের উদ্দেশে একটি নৌকায় ওঠেন। তারা সাগরে এসে ঝড়ো হাওয়ার কবলে পড়লে নৌকাটি ডুবে যায়। নিহত সুনা মিয়ার এক ছেলে ভেসে গিয়ে আকিয়াবের উপকূলে ওঠেন। তিনি সেখান থেকে ফোনে এ তথ্য জানান।
সে মৃত আবদুল মোনাফের ছেলে সুনা মিয়া। তার স্বজন হামিদা বলেন, তিন দিন আগে তারা সাতজন আকিয়াব শহর থেকে টেকনাফের উদ্দেশে একটি নৌকায় ওঠেন। তারা সাগরে এসে ঝড়ো হাওয়ার কবলে পড়লে নৌকাটি ডুবে যায়। নিহত সুনা মিয়ার এক ছেলে ভেসে গিয়ে আকিয়াবের উপকূলে ওঠেন। তিনি সেখান থেকে ফোনে এ তথ্য জানান।
Blogger Comment
Facebook Comment