মজিদিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্তির দাবি

প্রতিষ্ঠার ৩০ বছরেও এমপিওভুক্ত হয়নি চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদ্রাসাটি। দাখিল একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষার ফলাফলে জিপিএ ৫সহ শতভাগ সাফল্য অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখলেও

প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকসহ মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজন। দীর্ঘদিন ধরে চাকরি করেও সরকারি বেতন-ভাতা না পাওয়ায় মাদ্রাসার ১৭ শিক্ষক-শিক্ষিকাসহ অন্য ৩ কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নুরুল আবছার ছিদ্দিকী জানান, পৌরসভার প্রাণকেন্দ্রে মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালের ১ জানুয়ারি। মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন পরীক্ষায় সন্তোষজনক ফল করে এলাকায় ব্যাপক সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করলেও অদ্যাবধি এমপিওভুক্ত করেনি সরকার।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মুজিবুল হক মুজিব জানান, উপজেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে এ প্রতিষ্ঠানটি ফলের ক্ষেত্রে বরাবরেই খ্যাতি অর্জন করে আসছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমা জানিয়েছেন, এমপিওভুক্তির সব শর্ত পূরণ হলে পর্যায়ক্রমে এ মাদ্রাসাটি এমপিওভুক্ত হবে। তবে এখন সরকারিভাবে এমপিওভুক্তি বন্ধ রয়েছে বলে তিনি জানান।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment