কক্সবাজার সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও পর্যটকদের মাঝে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে পালিত হলো ‘আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস’।
মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে দেশী বিদেশী পর্যটকরা এতে অংশ নেন। দিবসটি পালনে বাংলালিংক সমুদ্র সৈকতে আয়োজন করেছে সৈকত পরিচ্ছন্নতা ও সচেতনা সৃষ্টি বিষয়ক বিশেষ র্যালি। বছর ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এতে অংশ নেন আমেরিকান দূতাবাসের গ্রিন টিমের প্রধান জ্যাক নেটলস, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মুনিম তালুকদার, কর্মসূচির উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘কেওকারাডং বাংলাদেশের প্রতিনিধি সাদ বিন হোসাইন ও বাংলালিংক চট্টগ্রাম অঞ্চলের বাণিজ্যিক প্রধান মোহাম্মদ ফরহাদ হোসাইন।
উল্লেখ্য, বিশ্বের ৯০টিরও বেশি দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস পালিত হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের ৯০টিরও বেশি দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস পালিত হচ্ছে।
Blogger Comment
Facebook Comment