কক্সবাজার পৌরসভায় ১৫ প্রকল্পের গম নিয়ে নয়-ছয়

কক্সবাজার পৌরসভার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (টিআর) আওতায় ১৫টি প্রকল্পের ৩০.৫৪৯ মেট্রিক টন গম নিয়ে চলছে হরিলুট। জানুয়ারি মাসে এসব গম ময়দার মিল মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এসব গম ১৫ দিন আগে তুলে নেওয়া হলেও প্রকল্পগুলোতে কোনো কাজ হয়নি।


জানা গেছে, আবুজর আল গিফারী কেজি স্কুলের রং করা ও কক্ষ মেরামতে দুই মেট্রিক টন, কেন্দ্রীয় মহা শ্মশানের পুকুর ঘাট নির্মাণে ১.৫০ মেট্রিক টন, বড় বাজার জামে মসজিদের সংস্কার কাজে ১.৫০ মেট্রিক টন, টেকপাড়া ব্যাডমিন্টন ক্লাব মাঠ সংস্কারে ১ মেট্রিক টন, বার্মিজ মার্কেট এনবিসি মাঠ সংস্কার ও ক্রীড়া সরঞ্জাম ক্রয় বাবদ ১ মেট্রিক টন, হাঙ্গরপাড়া ব্যাডমিন্টন মাঠ সংস্কার ও ক্রীড়া সরঞ্জাম ক্রয় ১ মেট্রিক টন, বাচা মিয়ার ঘোনায় টিউবওয়েল স্থাপন খাতে ৩ মেট্রিক টন, ঘোনারপাড়ায় কৃষ্ণনান্দধামের পাশে গাইড ওয়াল নির্মাণে ৩.৫৪৯ মেট্রিক টন, বাহারছড়া জামে মসজিদের অজুখানা সংস্কার ৩ মেট্রিক টন, দক্ষিণ বাহারছড়া বায়তুশ সালাত মসজিদ সংস্কার ৩ মেট্রিক টন, লাইট হাউস ফাতেরঘোনা জামে মসজিদের সংস্কার ৩ মেট্রিক টন, পৌর কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের আসবাবপত্র ক্রয় ২ মেট্রিক টন, ফল্লইন্যাকাটা সোনাবিবির বাড়ি হতে নাগুর বাড়ি পর্যন্ত ড্রেন ও স্ল্যাব নির্মাণে ২ মেট্রিক টন, এসএম পাড়া পশ্চিম মসজিদের মক্তব সংস্কারে ১ মেট্রিক টন ও পেশকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয় বাবদ ২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। গত ৩০ জানুয়ারীর মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও সরেজমিন দেখা গেছে সেখানে কোনো কাজ হয়নি। আবুজর আল গিফারী কেজি স্কুলের রং করা ও কক্ষ মেরামত করা হয়নি। পৌরসভার কাউন্সিলর মনছুর আলমের নামে ওই স্কুলে এর আগেও টিআর এর গম বরাদ্দ হলেও সেখানে কাজ হয়নি।
এ বিষয়ে পৌরসভার কাউন্সিলর মনছুর আলম বলেন, 'বরাদ্দের গম বিক্রি করে স্কুলের নানা ধরনের কাজ করা হয়। আত্মসাতের বিষয়টি ঠিক নয়।' কেন্দ্রীয় মহা শ্মশানের পুকুর ঘাট নির্মাণ ও বড় বাজার জামে মসজিদের সংস্কার কাজ না করা প্রসঙ্গে পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান বলেন, 'গম বিক্রি করে টাকা কমিটিকে জমা দেওয়া হয়েছে। তারা কি করেছে না করেছে তা আমি জানি না।'
পৌর কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের আসবাবপত্র ক্রয় বাবদ বরাদ্দ হওয়া গম বিক্রি করে আগের ক্রয় করা আসবাবপত্রের টাকার সাথে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার কর্মচারী খোরশেদ আলম। টিআর এর বরাদ্দের টাকায় বাচা মিয়ার ঘোনায় টিউবওয়েল স্থাপন না হওয়া প্রসংঙ্গে পৌরসভার স্থানীয় কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, 'বরাদ্দ করা গম বিক্রি করে টিউবওয়েলের যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে। শীঘ্রই টিউবওয়েল স্থাপন করা হবে।'
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Anonymous

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment