মাত্র এক সপ্তাহের ব্যবধানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ালেন বাংলাদেশের আরেক নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
আজ শনিবার সকাল ছয়টা ৪১ মিনিটে হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে তিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। এভারেস্ট জয়ের পরপরই তিনি তাঁর ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির মুখপাত্র করভী রাখসান্দকে স্যাটেলাইট ফোনে এ খবর দেন। রাখসান্দ প্রথম আলো ডটকমকে জানান, ‘ওয়াসফিয়া আমার সঙ্গে ৩০ সেকেন্ড কথা বলেছে এবং এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেছে।’
ওয়াসফিয়ার এভারেস্ট অভিযানের আয়োজক এক্সপিডিশন হিমালয়া ডটকমও বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নবীন ত্রিতাল প্রথম আলো ডটকমকে জানান, ওয়াসফিয়া নাজরীন এবং তাঁর সহযোগী তিনজন শেরপা এভারেস্ট চূড়ায় আরোহণ করেছেন। তাঁরা এখন সাউথ কোলের দিকে নেমে আসছেন। আজ রাতে তাঁরা সাউথ কোলে অবস্থান করবেন। আগামী পরশু তাঁরা বেস ক্যাম্পে ফিরে আসবেন। ওয়াসফিয়াসহ সবাই নিরাপদ রয়েছেন বলে তিনি জানান।
ওয়াসফিয়া নাজরীন গত বছর পৃথিবীর সাত মহাদেশের সাতটি চূড়া আরোহণের ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির ঘোষণা দেন। এভারেস্ট জয়ের মধ্য দিয়ে সাতটি পর্বত শৃঙ্গের মধ্যে তিনটি জয় করলেন ওয়াসফিয়া। এর আগে গত বছরের ২ অক্টোবর তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত-শৃৃঙ্গ একঙ্কাগুয়া জয় করেন।
১৯ মে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। ২০১০ সালে ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ান।
ওয়াসফিয়া নাজরীন গত বছর পৃথিবীর সাত মহাদেশের সাতটি চূড়া আরোহণের ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির ঘোষণা দেন। এভারেস্ট জয়ের মধ্য দিয়ে সাতটি পর্বত শৃঙ্গের মধ্যে তিনটি জয় করলেন ওয়াসফিয়া। এর আগে গত বছরের ২ অক্টোবর তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত-শৃৃঙ্গ একঙ্কাগুয়া জয় করেন।
১৯ মে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। ২০১০ সালে ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ান।
Blogger Comment
Facebook Comment