কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় গত শনিবার রাত ১০টায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা দামের আট হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত নুরুল আলমকে (২৪) আটক করা হয়েছে। আলম টেকনাফ পৌরসভার কুলালপাড়ার আবু বক্করের ছেলে। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, নুরুল আলম টেকনাফ থেকে একটি প্রাইভেট কারে লুকিয়ে ওই আট হাজার ইয়াবা বড়ি কক্সবাজার নিয়ে আসছিলেন। ৪০টি পৃথক প্যাকেটে (২০০টি করে) এই আট হাজার ইয়াবা বড়ি কারটির সামনের ডান চাকার ভেতরে লুকানো ছিল।
Blogger Comment
Facebook Comment