কক্সবাজারের রামুতে পরপর দুই বার ভয়াবহ বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েও কোনো ত্রাণ পায়নি অন্তত তিন হাজার দরিদ্র পরিবার। এর প্রতিবাদে শনিবার সকালে তিতারপাড়ায় মানববন্ধন করেছে বন্যা দুর্গত মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ, ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি ও দলীয়করণের কারণে উপজেলার কচ্ছপিয়া, তিতারপাড়া, নাতপাড়া, দাশপাড়াসহ ১১টি ইউনিয়নের তিন হাজার পরিবার কোনো ধরণের ত্রাণ পায়নি।
মানববন্ধনে বক্তব্য কক্সবাজার জেলা পুজা কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দিপুসহ অন্যরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, সরকার দলীয় কিছু লোভী ব্যক্তি ত্রাণ বিতরণ করায় দরিদ্র পরিবারগুলো বঞ্চিত হয়েছে। বন্যা দুর্গত মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
মানববন্ধনে বক্তব্য কক্সবাজার জেলা পুজা কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দিপুসহ অন্যরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, সরকার দলীয় কিছু লোভী ব্যক্তি ত্রাণ বিতরণ করায় দরিদ্র পরিবারগুলো বঞ্চিত হয়েছে। বন্যা দুর্গত মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
Blogger Comment
Facebook Comment