মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বৃষ্টির পানি চলাচলকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় আবদুল জব্বার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

পরে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মমতাজ বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার আবদুল জব্বারের সঙ্গে তাঁর চাচাতো ভাই সিদ্দিক আহমদের বসতভিটার ওপর দিয়ে পানি চলাচলকে কেন্দ্র করে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল।
গতকাল বিকেল চারটার দিকে সিদ্দিকের বসতবাড়ির বৃষ্টির পানি পার্শ্ববর্তী আবদুল জব্বারের বাড়ির ওপর দিয়ে বাইরে চলে যাওয়ার সময় তাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এ নিয়ে আবদুল জব্বারের সঙ্গে সিদ্দিকের বোন মমতাজ ও তাঁর আত্মীয়স্বজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিদ্দিকের লোকজন হামলা চালালে জব্বার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
বিকেল পাঁচটার দিকে আশঙ্কাজনক অবস্থায় আবদুল জব্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মহেশখালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে আবদুল জব্বারের আত্মীয়স্বজন জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হলেও অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment