কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লি এলাকায় গতকাল রোববার বিকেল চারটায় পাহাড়ধসে তাওফিক (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার বোন রাফিয়া (১৪)।
এরা ওই এলাকার সৌদিপ্রবাসী মোহামঞ্চদ আলমের সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, গতকাল সারা দিন শহরে প্রবল বর্ষণ অব্যাহত থাকে। বিকেল চারটার দিকে সাহিত্যিকা পল্লির বিশাল পাহাড়ধসে সৌদিপ্রবাসী মোহামঞ্চদ আলমের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয় এবং ওই দুই ভাইবোন হতাহত হয়।
নিহত শিশুর মা মাহবুবা বেগম বলেন, ঘরের একটি কক্ষে ওই দুই ছেলেমেয়ে ঘুমিয়ে ছিল। হঠাৎ করে বাড়ির পেছনে অবস্থিত পাহাড়ধসে বাড়ির ওপর পড়ায় বাড়িটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় তাওফিক।
নিহত শিশুর মা মাহবুবা বেগম বলেন, ঘরের একটি কক্ষে ওই দুই ছেলেমেয়ে ঘুমিয়ে ছিল। হঠাৎ করে বাড়ির পেছনে অবস্থিত পাহাড়ধসে বাড়ির ওপর পড়ায় বাড়িটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় তাওফিক।
Blogger Comment
Facebook Comment