বঙ্গোপসাগরে মার্কিন কর্তৃত্ব মানবে না জনগণঃ আনু মুহাম্মদ

বঙ্গোপসাগর ও এর সম্পদের ওপর জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে হুমকি হচ্ছে কনকোফিলিপসের চুক্তি। জনগণ কোনোভাবেই বঙ্গোপসাগরে মার্কিন সামরিক তৎপরতা ও সম্পদে বিদেশিদের কর্তৃত্ব মেনে নেবে না।
শনিবার সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলনকক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি কক্সবাজার জেলা শাখা আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এসব কথা বলেন।

অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স।

বক্তব্য রাখেন প্রফেসর মোশতাক আহমদ, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক ইদ্রিস আহমদ ও সদস্য সচিব করিম উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কক্সবাজার জেলা শাখার সভাপতি কমরেড দিলীপ দাশ ও সাধারণ সম্পাদক অনিল দত্ত, কক্সবাজার জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি হাজি বশিরুল আলম, বাসদ নেতা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা খোরশেদুল আলম, গণফোরাম নেতা অ্যাডভোকেট নুরুল আলম, যুব নেতা শম্ভুনাথ চক্রবর্তী, সাইফ উদ্দীন আহমেদ মানিক, কক্সবাজার ছাত্র ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ শহীদ প্রমুখ।

তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও লুটেরা দখলদার দেশি-বিদেশি শোষকদের বঞ্চনা, প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি জাতীয় কমিটির আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, ‘জাতীয় কমিটির আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার ওপর প্রতিষ্ঠিত। দেশের সম্পদে শতভাগ মালিকানা ও খনিজ সম্পদ রফতানি নিষিদ্ধ, ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন এবং জাতীয় সক্ষমতা বিকাশের মাধ্যমে জনগণের সম্পদে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাই এ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেন। বিকেল ৫টা পযন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলে।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment