উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, বর্তমান সরকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।


সে লক্ষ্যে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য অধিদফতরের অর্থায়নে উখিয়ার আড়াই লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা পাওয়ার জন্য ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ১৫টি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও গণরায় দিয়ে ক্ষমতায় আনার সুযোগ সৃষ্টি করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সের মাঠ প্রাঙ্গণে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ূয়া। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোছাইন খান, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ডা. এসএম আবু সাঈদ, অধ্যক্ষ শাহ আলম প্রমুখ।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment