চকরিয়া উপজেলার কাকারা সংরক্ষিত বনাঞ্চলের ২শ' একর বনভূমি জবরদখলমুক্ত করে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। বুধবার বন বিভাগ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের সংরক্ষিত বনভূমিতে স্থানীয় কতিপয় ভূমিদস্যু সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে প্রায় ২শ' একর বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে। বন বিভাগ, পুলিশ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে দখল নেওয়া এ বনভূমি উদ্ধার ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।
রেঞ্জ কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান, উচ্ছেদ অভিযানের পর পুনরায় বনভূমি দখল বা ঘর নির্মাণ করা হলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
রেঞ্জ কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান, উচ্ছেদ অভিযানের পর পুনরায় বনভূমি দখল বা ঘর নির্মাণ করা হলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
Blogger Comment
Facebook Comment