কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সন্ত্রাসী কার্যকলাপে ৬৩টি পরিবার এলাকা ছাড়া হয়ে মানবেতার জীবনযাপন করছেন।
ঘর বাড়ি গরু ছাগলসহ মূল্যবান সম্পদ ছেড়ে জেলার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে এই সব পরিবারগুলো। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার সকাল থেকে প্রায় তিনঘণ্টা মানববন্ধন করেছে দুই শতাধিক নির্যাতিত নারী পুরুষ। তারা স্থানীয় সন্ত্রাসী গডফাদার তারেক ও কালা জাহাঙ্গীরের ত্রাস থেকে বাঁচতে এবং নিজেদের ভিটে বাড়ি ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছে।তাদের অভিযোগ, আমাদের ঘর বাড়ির কোনো চিহ্ন নেই। ঘর বাড়ি ভেঙে ও গাছ পালা কেটে সন্ত্রাসীরা ফুটবল খেলার মাঠ বানিয়েছে এবং তাদের জমিসহ সম্পদ লুটপাট করেছে।
Blogger Comment
Facebook Comment