নাফ নদী অতিক্রম করে টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে বুধবার ভোরে মিয়ানমারের ৪০ জন নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, “আজ ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে দুটি নৌকায় অনুপ্রবেশের সময় ৩৮ জনকে এবং দমদমিয়া এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।”তাদের মধ্যে পুরুষ ৩১ জন, সাত জন নারী ও দুজন শিশু রয়েছে। তারা মিয়ানমারের মংডু শহরের মংনিপাড়া, ফাতংজা ও হারিপাড়ার বাসিন্দা। আজ তাদের মিয়ানমারের ফেরত পাঠানো হবে।”
Blogger Comment
Facebook Comment