একদিন আগে বঙ্গোপসাগরের ডুবোচরে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া ট্রলারের ছয় মাঝি-মাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার ভোররাত তিনটার দিকে শাহপরীরদ্বীপ উপকূলের অদূরে নাইক্ষ্যংদিয়ার তীরবর্তী সাগর থেকে
তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে সেন্টমাটিন থেকে মাছ কিনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা লোকজন জারিকেন ধরে সাগরে ভাসতে থাকে এবং মোবাইল ফোনে দুঘর্টনার খবর দেয়। কোস্টগার্ডসহ অন্যান্য কয়েকটি ট্রলার গিয়ে প্রায় পাচঁ ঘণ্টা খোজাঁখুজির পর মাঝি-মল্লাদের হদিস পায়।উদ্ধার হওয়া মাঝিরা হচ্ছেন, আব্দুস সালাম (৩৮), কেফায়েত উল্লাহ (২৪), দিল বশর (২৩), মোহাম্মদ সোলতান (২৫), আব্দুল মোতালেব (২২), আমির হোসেন (৩৭)।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. বদরুদ্দোজা জানান, কোস্টগার্ডের একটিসহ সাতটি ট্রলার নিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় সাগরে ভাসমান মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়।
দুর্ঘটনাকবলিত ট্রলারের মালিক জানিয়েছে, ট্রলারটি ডুবে যাওয়ার খবর জারিকেন নিয়ে ভাসমান মাঝি মোবাইলে তাকে দিয়েছেন। যার ফলে এদের উদ্ধার কাজ সহজ হয়েছে।
Blogger Comment
Facebook Comment