কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করার অংশ হিসেবে রানওয়ে সমপ্রসারণের কাজ আগামী দুই মাসের মধ্যে শুরু হবে।
তাই প্রকল্পের শুরু হওয়া অন্য সব কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার। রবিবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সভায় বিমানবন্দর সম্প্রসারণ কার্যক্রমের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক (পিডি) আবদুল আওয়াল চৌধুরী, কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার বলেন, 'কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। তাই এর কাজ দ্রুত শুরু করতে চায় সরকার। তবে প্রকল্পটি এমন কোনো প্রকল্প নয়, যা মাত্র কয়েকমাস বা কয়েকবছরে শেষ করা যাবে। এটি কয়েক ধাপে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত রয়েছে।' তিনি জানান, কাজের প্রথম ধাপ এগিয়ে নিতে অধিগ্রহণকৃত এলাকার ৩১ পরিবারকে দ্রুত পুনর্বাসন করা প্রয়োজন। এলাকার লোকজনকে অহেতুক উচ্ছেদ আতংকে না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'অধিগ্রহণ ও পুনর্বাসন করতে বরাদ্দ রয়েছে ৫০০ কোটি টাকারও বেশি।'
Blogger Comment
Facebook Comment