বৃহস্পতিবার দুপুরে চোরাই কাঠবোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, পাচারের সময় ধাওয়া করে চট্রমেট্রো-ন-১৮২৩ নম্বরের ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে বিপুল পরিমাণ সামাজিক বনায়নের গাছ ছিল।
অভিযানের সময় কাঠ চোর ও চালক কৌশলে পালিয়ে যায়। তবে বন কর্মীরা ট্রাকভর্তি কাঠ জব্দ করে কক্সবাজার রেঞ্জ অফিসে নিয়ে আসে।
এদিকে, এরপর থেকে স্থানীয় মেজবাহ নামে এক ব্যক্তির নেতৃত্বে কাঠ চোর সিন্ডিকেট ট্রাকভর্তি কাঠ ছাড়িয়ে নিতে তদবির শুরু করে। কাঠবোঝাই ট্রাকটি ছাড়িয়ে নিতে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা মাঠে নেমেছে বলে জানা গেছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল বাংলানিউজকে কাঠভর্তি ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল বাংলানিউজকে কাঠভর্তি ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Blogger Comment
Facebook Comment