বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের আওতায় টেকনাফ বন্দর দিয়ে পণ্য রপ্তানি পুনরায় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সালাম অ্যান্ড ব্রাদার্স ছয় আইটেমের পণ্য মিয়ানমারে নিয়ে যায়।
রপ্তানি করা এসব পণ্যের মধ্যে রয়েছে তিন হাজার পিস গেঞ্জি, এক হাজার ৫০০ পিস হাত রুমাল, এক হাজার ৫০০ পিস লুঙ্গি, এক হাজার ৩০০ পিস থামি, এক হাজার ৫০০ পিস ছাতা ও এক হাজার ৩৭৫ পিস কম্বল। গতকাল এসব মাল নিয়ে ব্যবসায়ী মনিরুজ্জামান বন্দর দিয়ে মিয়ানমার গেছেন। এ ছাড়া গত সোমবার চার টন আলু রপ্তানি হয়েছে।
Blogger Comment
Facebook Comment