সদর উপজেলার পিএমখালীতে দুটি আশ্রয়কেন্দ্র দখল করে মুরগি ও গরুর খামার করা হয়েছে! এই কারণে সামপ্রতিক বন্যায় দুর্গতরা এখানে আশ্রয় নিতে পারেননি।
সরেজমিন দেখা যায়, পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার আশ্রয়কেন্দ্র দখল করে মুরগি ও গরুর খামার স্থাপন করেছেন একই এলাকার বাবর রহমান বাবুল (৪০)। এমনকি দ্বিতল বিশিষ্ট আশ্রয়কেন্দ্রটিতে তিনি বসবাসও শুরু করেছেন। এ বিষয়ে বাবর রহমান বলেন, 'আমাদের জমিতেই আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। সেই কারণে এটি দখলে নিয়েছি।' অপরদিকে একই ইউনিয়নের উত্তর ডিকপাড়া এলাকার আশ্রয়কেন্দ্রটি দখল করে নিয়েছেন ওই এলাকার মাস্টার আবুল হোসেন। তিনি বলেন, 'আশ্রয়কেন্দ্রটির নিচতলায় আমার কিছু মূল্যবান জিনিসপত্র রেখেছি। শিগগির এর দখল ছেড়ে দেব।'

এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আবদুল্লাহ মোহাম্মদ মনজুরুল করিম বলেন, 'আশ্রয়কেন্দ্রগুলো কোথায় কী অবস্থায় আছে তা জানাতে সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। বেহাত হওয়া আশ্রয়কেন্দ্র দখলমুক্ত করা হবেই।'
Blogger Comment
Facebook Comment