উত্তাল সাগরের জোয়ারে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৬৮ নম্বর ফোল্ডারের পশ্চিমে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ নতুন করে ভেঙে যাওয়ায় পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে বাঁধসংলগ্ন ১০টি গ্রামের মানুষ আতঙ্কে জীবন যাপন করছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের ৬৮ নম্বর ফোল্ডারের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ও মাঝরপাড়া এলাকার প্রায় এক কিলোমিটার নতুন করে বেড়িবাঁধ ভেঙে বঙ্গোপসাগরের জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে ডাঙ্গরপাড়া, দক্ষিণপাড়া, জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, মাঝরডেইল, উত্তরপাড়া, হারিয়াখালী ও কাটাবনিয়া এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে পশ্চিমপাড়া ও মাঝরপাড়া গ্রামের মসজিদ-মাদ্রাসা, দোকান-পাট, মাছের আড়ত, গাছপালা ও শতাধিক বসতবাড়ি সাগরে বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার কোনো পরিকল্পনা ছাড়া বেড়িবাঁধ নির্মাণ করায় প্রতিবছর ভাঙনের করলে পড়ছি। সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান কবির আহমদ বলেন, বর্তমানে ১০ গ্রামের তিন শতাধিক পরিবারের প্রায় চার হাজার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন আহমদ বলেন, ‘জরুরি ভিক্তিতে অস্থায়ী বাঁধ দিয়ে এলাকাবাসীকে রক্ষার জন্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। নির্দেশ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।’
Blogger Comment
Facebook Comment