কক্সবাজারের মহেশখালী উপজেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেড় মাস ধরে বিচারকের পদ শূন্য রয়েছে। এ কারণে মামলার বিচারপ্রার্থী ও আসামিরা প্রায় আট কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে কক্সবাজার সদর আদালতে হাজিরা দিতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
মামলার বাদী ও কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনার বাসিন্দা আবুল কালাম বলেন, মহেশখালী থেকে সমুদ্র পাড়ি দিয়ে কক্সবাজার সদর আদালতে নিয়মিত হাজিরা দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী নুরুল আলম জানান, দেড় মাস ধরে বিচারকের পদ শূন্য রয়েছে। এ কারণে প্রতিনিয়ত মামলার হাজিরা দিতে গিয়ে বাদী ও আসামিরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন বলেন, আদালতে বিচারকের পদ শূন্য থাকায় মামলার বাদী ও আসামিরা ভোগান্তির শিকার হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে আদালতে একজন বিচারক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী নুরুল আলম জানান, দেড় মাস ধরে বিচারকের পদ শূন্য রয়েছে। এ কারণে প্রতিনিয়ত মামলার হাজিরা দিতে গিয়ে বাদী ও আসামিরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন বলেন, আদালতে বিচারকের পদ শূন্য থাকায় মামলার বাদী ও আসামিরা ভোগান্তির শিকার হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে আদালতে একজন বিচারক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
Blogger Comment
Facebook Comment