১২ আগ্নেয়াস্ত্র উদ্ধার চকরিয়ায় ৬ মাসে ১৪শ' আসামি গ্রেফতার

চকরিয়ায় পুলিশের অভিযানে গত ছয় মাসে ১ হাজার ৪০০ আসামি গ্রেফতার হয়েছে। এ সময় উদ্ধার করা হয় দেশি লম্বা বন্দুক, এলজিসহ অন্তত ১২টি আগ্নেয়াস্ত্র।
একই সময় পুলিশ উদ্ধার করেছে ৩২ রাউন্ড তাজা গুলি। আটক করেছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত থানা পুলিশ উপজেলার ১৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ২৮১ গ্রামে এসব অভিযান চালিয়েছে। চকরিয়া থানার সেকেন্ড অফিসার কামরুল আজম জানান, জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের নির্দেশে সহকারী পুলিশ সুপার মো. খালেদুজ্জামান, থানার ওসি মোহাম্মদ ফরহাদ ও পরিদর্শক (তদন্ত) জাকের হোছাইন মাহমুদের নেতৃত্বে থানা ও চারটি পুলিশ ফাঁড়ির সদস্যরা চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপজেলা ও পৌরসভার প্রতিটি জনপদে অভিযান তৎপরতা জোরদার করেন। পুলিশের ১৬টি দল একের পর এক অভিযান চালিয়ে জিআর, সিআর, ডাকাতি, হত্যা, ধর্ষণ, দস্যুতা, বন ও নিয়মিত মামলার আসামি গ্রেফতার করে। তার মধ্যে পুলিশ উপজেলার চিংড়িজোন এলাকায় একাধিক অভিযান চালিয়ে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ গ্রেফতার করেছে পেশাদার ডাকাত দলের অনেক সদস্যকে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, পুলিশের ছয় মাসের অভিযানে গ্রেফতার হয়েছে জিআর মামলায় ৭২২, সিআর মামলায় ৩৬৪, সাজা পরোয়ানাভুক্ত মামলায় ৮৮, ডাকাতি, হত্যা এবং দস্যুতা মামলায় ১১৫ আসামি। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১২টি দেশি লম্বা বন্দুক ও এলজি, ৩২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment